নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু
শারমীন আরা
ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি,
ঝিনাইদহের হলিধানীতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে তুফান মন্ডল(৩০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের দিকে নিজ বাড়িতে তার খেলার প্রিয় সাপটির ছোবলেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হলিধানী ইউনিয়নের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল।
নিহতের বড় ভাই আফাঙ্গীর হোসেন ও পরিবার সূত্রে জানা গেছে,তুফান দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত সাপ পুষে আসছিলেন এবং বিষধর দুধরাজ সাপ নিয়ে খেলা দেখাতো।
তিনি অনেক সময় সাপ পকেটে নিয়ে ঘুরতেন। মাঝে মধ্যে তিনি সাপ দিয়ে খেলা দেখিয়ে অর্থ উর্পাজন করতেন।
হঠাৎ করে রাতে সেই সাপ তাকে ছোবল দেয়।
বিষয়টি তুফান কাউকে বলে না। এতে করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন মাকে ডেকে সব খুলে বলে। পরিবারের লোকজন তখন ওঝার কাছে নিয়ে যাই ওঝাঁ সাপের বিষ নামাতে না পারলে পরে পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয় , হাসপাতালে নিয়ে আসার আগেই সাপের বিষ ধীরে ধীরে তুফানের পুরো শরীরে ছড়িয়ে পড়লে পথেই সে মারা যায় হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রা গান, কখনো গানবাজনা আবার সাম্প্রতিক সময়ে সে সাপ নিয়ে খেলা করত গতকাল রাতে ওই খেলা করা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তবে পরিবারের লোকজন বলাবলি করছে যে সে জ্বিন সাপের কামড়ে মারা গেছে।
Leave a Reply