আজহারুল ইসলাম সাদী,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবন থেকে পথ ভ্রষ্ট একটি হরিণকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।
শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় পথ ভুলে ঘুরা ঘুরি করতে থাকায় স্থানীয় যুবকদের নজরে আসলে তারা হরিণ টি কে ধরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয়।
ওয়াইল্ড টিমের সদস্যরা হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন।
ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার বলেন, লোকালয়ে একটি হরিণ এসেছে এবং স্থানীয় যুবকরা ধরে রেখেছে এমন খবরের ভিত্তিতে ওয়াইল্ড টিমের সদস্যরা সেখানে উপস্থিত হয়। পরে যুবকদের কাছ থেকে হরিণটি উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর সকলের উপস্থিতিতে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়। ধারণা করা হয় হরিণটি পথ ভ্রষ্ট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। উদ্ধারকৃত হরিণটির ওজন ৩০ কেজি।
সুন্দরবন পূর্ব বনবিভাগ শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. রানা দেব বলেন, ওয়াইল্ড টিম ও স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতায় পথ ভুলে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
Leave a Reply