শিরোনাম :
পাবনার আটঘরিয়ায় মূলেকাটা পিয়াজ চাষের পরিচর্যা চলছে পুরোদমে ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভিরা অনুষ্ঠিত খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল—পালপুরে বার্তা দিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার ময়মনসিংহে দুই পৃথক হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক রায় বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নে যুবদলের ও ছাত্রদলের নির্বাচনী প্রচারণা ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস

পিপিপি প্রকল্প বাস্তবায়নে রাসিক ও রেড ক্রিসেন্ট সোসাইটি’র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

জুয়েল আহমেদ
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

রাজশাহীর হিটওয়েভ নিয়ে থেকে স্লাম এরিয়ায় বসবাসরতদের কষ্ট লাঘবে জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় ‘পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশিপ-পিপিপি প্রকল্প বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রেড ক্রিসেন্ট, রাজশাহী সিটি ইউনিটের পক্ষে সেক্রেটারি শাহীন আকতার রেনী ও সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন স্বাক্ষর করেন।

 

রাজশাহী মহানগরীর ৫টি ওয়ার্ডে প্রচন্ড খরাপীড়িত মানুষকে স্বস্তি দেবার জন্য এই প্রকল্প নেয়া হয়েছে। মহানগরীর ৪, ১৬, ১৯, ২৪ ও ২৮নং প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পের আওতায় এই পাঁচটি ওয়ার্ডে মানবিক বিপর্যয় ও স্বাস্থ্য সংকটময় মুহুর্তে দুযোর্গ পূর্বাভাস প্রদান, প্রস্তুতি গ্রহন, প্রতিরোধ, সাড়া প্রদান এবং পুর্নবাসন, পুর্নগঠন, উন্নয়নে দুযোর্গ ঝুঁকি ব্যবস্থাপনা, মহামারি ও অতিমারি প্রস্তুতি ও সাড়া প্রদান এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ, কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ ও জবাবদিহিতা বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জার্মান রেডক্রসের প্রোগ্রাম ডেলিগেট জালিল লনি, সিনিয়র প্রজেক্ট অফিসার সিলভী আফরিন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য প্রফেসর সারওয়ার জাহান সজল, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর রুহুল আমিন প্রামানিক, কবি আরিফুল হক কুমার, প্রফেসর তানবিরুল আলম, প্রফেসর ফরিদা সুলতানা, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশল নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন,সিসিডিও আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com