মোঃ আঃ মান্নান টিপু স্টাফ রিপোর্টার:চাঁদপুরের ফরিদগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, উপজেলা যুবলীগের সদস্য, ইউনিয়ন যুবলীগের সভাপতি,সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমানে প্রতিনিধি, কিশোর গ্যাং এর গডফাদার অন্যতম ভূমিদস্যু আ: সাত্তার পাটওয়ারীকে আটক করার খবর নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। একই দিনে পাইকপাড়া (দঃ) ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য শরীফ পাটওয়ারীকে আটক করা হয়। তথ্যমতে ৮ মে ২০২৫ইং বৃহস্পতিবার রাত গভীরে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং ৯ মে ২০২৫ শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরন করে।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার এসআই আরিফ হোসেন সরকার তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত গভীরে চলমান ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে গুপ্টি (পূর্ব) ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য আঃ সাত্তার পাটওয়ারী ও পাইকপাড়া (দঃ) ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ পাটওয়ারীকে আটক করা হয়।
তাদেরকে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ থানায় দায়েরকৃত মামলায়(২০২২ সালে উপজেলা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে) আটক দেখিয়ে শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ চাঁদপুর আদালতে প্রেরণ করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম উপরোক্ত ২ জনকে আটক করে পরবর্তী আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply