মীর জেসান হোসেন তৃপ্তী:- বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন উপলক্ষে ও মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক দোয়া অনুষ্ঠান (২৪ জুলাই) বৃহস্পতিবার দুপুর ১১টায় টেকনিকালের দারুসসালামের তৃতীয় তলায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অর্থ-সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বক্তব্যের শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও সুরা ফাতিহা পাঠ করেন।
এ সময় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। যারা অসুস্থ, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
অফিস উদ্বোধন করে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব যৌথভাবে দেশের ক্লান্তিলগ্নে নিরলসভাবে কাজ করে চলেছে। এ সময় তিনি আরও বলেন, সব সময় হতদরিদ্র ও ভূমিহীন মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ভূমিহীন মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন, ৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা অতি জরুরি। আমরা প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করছি। আমরা আইনগত লড়াই করে জয়ী হয়েছি, কিন্তু এখনো ভূমির দখল বুঝে পাইনি। আমার আশা, অতিদ্রুত সরকার ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।
অফিস উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসেস মাকসুদা, মাহমুদা আক্তার, জুয়েল, আসিক প্রমুখ।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরও উন্নতি করার চেষ্টা করব।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply