ব্যাপক উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে সরস্বতী পূজা
নিজস্ব প্রতিবেদকঃ
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশে ব্যাপক উৎসাহ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হিন্দু ধর্মের অনুসারীরা বিশেষ করে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপন করে।
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বাগপুর গ্রামে বাগপুর দাসপাড়া পূর্ববাড়ী যুব সংঘ কর্তৃক আয়োজিত বাণী অর্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা।উৎসবমুখর পরিবেশে জ্ঞান, বিদ্যা ও আরাধনার দেবীকে পূজার মধ্যে উদযাপিত হচ্ছে মহল্লায় অস্থায়ী মন্ডপ স্থাপন করে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত মন্ডপে- মন্ডপে ঢাক ও বাদ্যের তালে এবং উলুধ্বনির সাথে শঙ্খধ্বনি মিলে ধর্মীয় আবহ তৈরী করে। শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির মধ্যদিয়ে মাঘী শুক্লপঞ্চমীর পূণ্যতিথিতে পালিত হচ্ছে দিনটি। এই অস্থায়ী মন্ডপে পূজা করেন প্রহল্লাদ চন্দ্র দাস, দিনেশ চন্দ্র দাস, মানিক চন্দ্র দাস, শ্রীরূপ চন্দ্র দাস, সুভাষ চন্দ্র দাস, নরেশ চন্দ্র দাস, রঞ্জিত চন্দ্র দাস, প্রকাশ চন্দ্র দাস, সমর চন্দ্র দাস, শিবু চন্দ্র দাস, হরি চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দাস, বাপন চন্দ্র দাস, হৃদয় চন্দ্র দাস, শনি চন্দ্র দাস সহ আরো অনেকে। এই পূজা অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন প্রবাসী বাংলা।
Leave a Reply