সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা -ডিবি পুলিশ কতৃক-১৩ কেজি সহ৩ মাদক কারবারী গ্রেফতার হয়।আজ(২১/৮/২০২৫)-আগস্ট দুপর১: ঘটিকায় একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানাধীন সুলতানপুর এলাকায় কুমিল্লা মহাসড়ক সিলেট এর উপর হইতে চেকপোস্ট করাকালীন সময়(১৩)-কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জদ্ধ তালিকা মূলে জব্দ করে। সুলতানপুর এলাকায় গ্রামবাসী বলেন, অনেকদিন যাবত মাদক বেচাকেনা করে আসছে, এদের জন্য আমাদের যুব সমাজ নষ্ট হইতাছে,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছে যে এই আসামী গনদের কঠিন বিচার দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আসামিদের নাম ঠিকানা ১/জাকির হোসেন(২৩)পিতা বাবুল হোসেন সাং হাসানপুর থানা-মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল,২/আমেনা-৩/ওয়াসিম মিয়া(৩৫)-পিতা আমজাদ হোসেন,সাং বড়িশ্বর কালিন্দা থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা, বর্তমান সাং -রতন বিদ্যুৎ অফিসের গলি রনি মার্কেট থানা কামরাঙ্গীচর ডিএমপি,ঢাকা।গ্রেফতারকৃত শামীম আসামিগণের আসামিগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রুজ রয়েছে।
Leave a Reply