আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মটরসাইকেল কিনে না দেওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় জিসান (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৪ নভেম্বর) নলতা হাইস্কুলের বোর্ডিং রুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
নিহত জিসান দেবহাটা উপজেলা সদরের ওয়াহিদুজ্জামান এর ছোট ছেলে। সে দেবহাটা উপজেলার হাদিপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানায়, জিসানের পিতা মাতা দীর্ঘদিন ধরে ভারতে কাজ করার সুবাদে জিসান মোবাইলে গেম খেলায় আসক্ত ছিল। সম্প্রতি সে তার পিতার কাছে মোটরসাইকেল কিনে দিতে বায়না ধরে। তার বাবার পক্ষে মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব না হওয়ায় সে রোববার দিবাগত রাতের কোনো এক সময় নলতা হাই স্কুলের বোর্ডিং রুমের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়।
Leave a Reply