
মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রীকে স্মারকলিপি
আবু বকার সিদ্দীক হিরা (খুলনা ব্যুরো প্রধান)
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে শনিবার সন্ধ্যায় মধুমেলার সমাপনী অনুষ্ঠানে মধুমঞ্চের আলোচন সভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দৈনিক প্রথম আলো পত্রিকার কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদক।
উল্লেখ্য, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কেশবপুরে দীর্ঘদিন যাবৎ আন্দোলন চলে আসছে। এটা কেশবপুর উপজেলা তথা যশোর জেলাবাসির প্রণের দাবীতে পরিণত হয়েছে।
Leave a Reply