শিরোনাম :
ঝিনাইদহের কোটচাঁপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দিনব্যাপী কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান ২১ দফা দাবিতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে পানিতে ডুবে জন্নাতুল নুর নামের দুই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মহানগর বিএনপির কমিটি ঘোষণা চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দের মতবিনিময় গোমস্তাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস (২০২৫) পালিত কবি রিপন শানকে নিয়ে শব্দকুঠির ৭৭ তম জমজমাট আসর অনুষ্ঠিত নিয়াজ মুহাম্মদ খান সিএসপি যিনি ভালোবেসেছিলেন ব্রাহ্মণবাড়িয়াকে বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক।

মনপুরায় জমি বিরোধকে কেন্দ্র করে গরু ঘরে অগ্নিসংযোগ, আতঙ্কে স্থানীয়রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মোঃ নূরনবী হাওলাদার সিনিয়র রিপোর্টার।মনপুরা জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ ভোলার মনপুরায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে বসতবাড়ির গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড তালতলা স্লুইসগেট গ্রামে এ ঘটনা ঘটে। এতে একটি গরুর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং আশেপাশের নারকেল, সুপারি গাছসহ বাড়ির আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে গিয়ে চিত্র শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গেলে দেখা যায়, স্থানীয় বাসিন্দা হারুনের ছেলে মোসারেফের বসতবাড়ির ভেতরে গরুর ঘরটি আগুনে পুড়ে কালো হয়ে গেছে। চারদিকে ছড়িয়ে আছে ভস্মীভূত খড় ও বাঁশের কাঠামো। আগুনের তাপে পাশে থাকা কয়েকটি নারকেল গাছ ও সুপারি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর মধ্যে এ নিয়ে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিনের জমি বিরোধই মূল কারণ স্থানীয় সূত্রে জানা যায়, মোসারেফের পরিবারের সঙ্গে প্রতিবেশী ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শত্রুতার জেরে শুক্রবার রাতে মোসারেফের গরুর ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ ক্ষতিগ্রস্ত মোসারেফ জানান, “মধ্যরাতে দোকান থেকে ফেরার পথে অলিউল্যাহ ও ইব্রাহিম ডাক্তারকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে দেখি। কিছুক্ষণ পরে হঠাৎ ঘুম ভেঙে বাইরে বের হতেই দেখি আমাদের গরুর ঘরে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে। দরজা খুলে বাইরে আসার সময় কয়েকজনকে দৌড়ে পালাতে দেখি। তাদের মধ্যে ইব্রাহিম ডাক্তার ও অলিউল্যাহ হাওলাদারকে আমি নিজ চোখে শনাক্ত করি। পরে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হয়।” অভিযুক্তের বক্তব্য তবে অভিযুক্ত অলিউল্যাহ হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কারো ক্ষতি করতে চাই না। তাদের ঘরে কিভাবে আগুন লেগেছে আমরা জানি না। বরং ধারণা করা হচ্ছে, তারা নিজেরাই আগুন দিয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।” পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, “ঘর পোড়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের প্রতিক্রিয়া গ্রামের একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এ জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও কয়েকবার দুই পরিবারের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। তবে এবার অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত এ বিরোধ মীমাংসা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com