মানিকগঞ্জের হরিরামপুর থানা হতে পুলিশ সদস্যের অবসর প্রাক্কালে, আনুষ্ঠানিকতার সাথে বিদায় সংবর্ধনা ও সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ধারাবাহিক কর্মসূচি অব্যাহত।
আজ বুধবার (৪ আগষ্ট )দুপুর ২ টায় থেকে ৪টা পর্যন্ত হরিরামপুর থানায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফারুক হোসেন। এ এস আই বশিরের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে স্মৃতিচারন করেন কনস্টেবল আমির হোসেন, কনস্টেবল শহীদ, এস আই জালাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ ও অফিসার্স ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম।
স্মৃতিচারন শেষে আনছার আলীর হাতে হরিরামপুর থানার পক্ষ থেকে উপহার তুলে দেন হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।
হরিরামপুর থানা হতে পিআরএল(অবসর), গমনকারী আনছার আলীকে (পুলিশ সদস্য), আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ী গ্রামের মোঃ আনছার আলী (৬০)১৯৮৩ সালে কনস্টেবল পদে যোগদান করেন। চাকুরিকালীন সময়ে তিনি ঢাকা মেইল ব্যারাক পুলিশ লাইনস, চট্টগ্রাম আর আর এফ, নোয়াখালীর পিটিএস, খাগড়াছড়ির পানছরি থানা, ফরিদপুর পুলিশ লাইন্স, টাঙ্গাইল পুলিশ লাইন্স, মাদারীপুর সদর থানা ট্রাফিক হিসেবে, সৈয়দপুর রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ, নারায়নগঞ্জ বন্দর থানা, ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী থানা ও সবশেষে নিজ থানা হরিরামপুরে কর্মরত ছিলেন।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলামের পক্ষ থেকে সম্মানজনক বিদায় পেয়ে সদ্য পিআরএল(অবসর), গমনকারী আনছার আলী অত্যন্ত গর্ববোধ করেন।
আনছার আলী জানান, সত্যিই চাকুরি জীবনের শেষ দিনটাই এমন সম্মানজনক বিদায় আমাদের সারা জীবনের সুখস্মৃতি হয়ে থাকবে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
Leave a Reply