
রাজাপালং , জালিয়াপালং — এ দূটি ইউনিয়ন নিয়েই ছিল উখিয়া। পরে জালিয়াপালং থেকে রত্নাপালং , হলদিয়া পালং । রাজাপালং থেকে ফালংখালী ইউনিয়নের জন্ম ।
অবিভক্ত রাজাপালং ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন মকবুল আহমদ সিকদার। দূরদর্শী রাজনীতির কিংবদন্তি ছিলেন ক্ষণজন্মা এই মানুষটি।
তিনি পিতা মছন সিকদারের বিশাল সম্পদে চাষ করে যান নিজের ক্ষমতা জৌলুস মুছিয়ে আরো স্মরণীয় পরবর্তী বংশধরের বীজ।
লোকমুখে খ্যাতির চরমে উঠা এই কিংবদন্তির নামেই হয়ে পড়েছিল পুরো গোষ্ঠীর নাম—- ‘মকবুল আহমদ সিকদারের পরিবার” ।
দাদার এই নাম ভুলিয়ে যিনি গণমানুষের আরো একধাপ বেশী ভালবাসার মানুষ বনে। পুরো গোষ্ঠীটিকে নিজ নামে করান পরিচয় — ”শাহজাহান চৌধুরীর পরিবার’।
এমন L,A,D ভাল্ববের আলোয় জ্যোৎস্না অদৃশ্য করা মানুষটিরই জন্মদিন আজ। শুভদিনে শুভকামনা।
.
 
                                                
Leave a Reply