রাজধানীর দুয়ারীপাড়ায় বাৎসরিক বিশাল মাহফিল অনুষ্ঠিত
পলাশ তালুকদার
দুয়ারীপাড়া মদিনাতুল উলুম বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৮, ফেব্রুয়ারি বৃহস্পতিবার মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গনে এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন হাফেজ মুফতি লিয়াকত হোসেন জিহাদী ও হাফেজ মুফতি আব্দুল হক আইয়ুবী মাহফিলে সভাপতিত্ব করেন জনাব ইউছুব আলী মোল্লা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম আমির হোসেন মোল্লার সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মনির হোসেন মোল্লা – গুরুত্বপূর্ণ বয়ান শেষে দুয়ারীপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ২০২৩ – ২০২৪ ইং শিক্ষাবর্ষে হিফজ সমাপনী ১০,জন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়। নতুন হাফেজ হিসেবে পাগড়ী পেলেন যারা ১, হাফেজ নাফিজুল ইসলাম নয়ন পিতা – মোহাম্মদ সেলিম ২, হাফেজ মাহফুযুল হক পিতা – শাহাব উদ্দিন ৩,হাফেজ সিয়াম হাসান পিতা – সাইফুল ইসলাম ৪,হাফেজ হোসাইন ইসলাম পিতা – বেলায়েত হোসেন ৫,হাফেজ এনামুল হক পিতা – আল আমিন ৬,হাফেজ আব্দুর রশিদ পিতা – অহিদুর রহমান ৭, হাফেজ মারুফ আহমাদ পিতা- বাবুল হোসেন ৮, হাফেজ রিফাত হাসান
পিতা – সাইফুল ইসলাম ৯, হাফেজ সানোয়ার হুসাইন পিতা – শাহাব উদ্দিন ১০, হাফেজ ফুরকানুল ইসলামপিতা – জাহাঙ্গীর আলম।
Leave a Reply