শিরোনাম :
মাদারীপুরে এনসিপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা দুর্গাপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

রাজধানীর মিরপুরে সার্জেন্ট কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

বাহাউদ্দীন তালুকদার :
রাজধানীর মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট পুলিশ কর্তৃক এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

বুধবার (২৫ জুন ২৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর-১ নাম্বারের ট্রাফিক ইন্সপেক্টর জুবায়ের হাসান। এরআগে, গত রোববার (২২ জুন ২৫) বিকাল ৪.৪৫ মিনিটে মিরপুর-১ নাম্বারের নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সদস্য।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট নাসিফ হাসান।

সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার জানান, মিরপুর-১ নাম্বার নিউ মার্কেটর সামনে অসৎ উপায় অবলম্বন করে সিএনজি ছেড়ে দেওয়ার বিষয়ে তথ্য পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সার্জেন্ট নাসিফ হাসান’কে সাংবাদিক পরিচয় দিয়ে মডেল আউট (ঢাকা মেট্রো থ ১৩-৪৯৯৫) সিএনজি ছেড়ে দেওয়ার বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিউটিতে আসার আগে থেকে আমার মাথা গরম হয়ে আছে, আমার মাথা গরম করেন না। মাথা গরম করলে অনেক কিছু হয়ে যাবে বলে হুশিয়ারী দেন।

পুলিশের ওই কর্মকর্তা বাহাউদ্দীন তালুকদারের কাছে জানতে চান, ‘ওই আসছিস কেন?’ পরে তিনি পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘আপনি তুই তুকারি করে বলছেন কেন?’ এতে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুলিশকে হয়রানি করা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার বিষয়ে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দিবো। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সার্জেন্ট নাসিফ হাসান বলেন, একাধিকবার ফোন দেওয়ার পর রিসিভ করে বলেন আমি এখন ব্যস্ত আছি। এখন বক্তব্য দিতে পারবো না। কিছু সময় পরে আপনাকে ফোন দিচ্ছি। পরে আর ফোন দেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com