ফারুক হোসেন ব্যুরো প্রধান রাজশাহী:রাজশাহীর চারঘাট উপজেলায় দুই বস্তা ফেন্সিডিলসহ দুইজন মাদক পাচারকারীকে করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৩ টার দিকে চারঘাট থানাধীন ইউসূফপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-কাটাখালি থানাধীন টাঙ্গন বালুরঘাট এলাকার মোঃ শহীদ আলীর ছেলে সজল আলী (২০) ও চারঘাট থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে
মোঃ শাকিব হাসান (১৯)।
র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর পদ্মা নদীর সীমান্তবর্তী চরাঞ্চল এলাকা থেকে নদী পেরিয়ে কতিপয় ব্যক্তি মাদকসহ ইউসুফপুর পশ্চিমপাড়া গ্রামের দিকে আসছে।
বিষয়টি জানামাত্রই ঘটনাস্থলে র্যাবের ওই টিম অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তি কাঁধে বস্তা নিয়ে সামনের দিকে এগিয়ে আসলে তাদের গ্রেফতার করা হয় এবং দুটি বস্তায় ৪৪১ বোতল ফেন্সিডিল জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply