শিরোনাম :
ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে তানোরে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আমজনতার দলকে নিবন্ধনের আহ্বান ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশের তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঝিনাইদহ ৩ আসনে জামায়াত নেতা প্রফেসর মতিয়ার রহমানের গনসংযোগ

রাজশাহী জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ সুজন আহাম্মেদ 
  • আপডেট টাইম : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২২০ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে সরকার কর্তৃক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা নগরীর বাটার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশের পুর্বে নেতৃবন্দ নগরীর সাগরপাড়া বটতলার মোড় হতে বিক্ষোভ সমাবেশ বের করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির(রাজশাহী বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এড. মতিউর রহমান মন্টু, দেবাশীষ রায় ও আবু বকর সিদ্দিক, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য ডি এম জিয়াউর রহমান, রায়হানুল আলম রায়হান, তাজমুলতান টুটুল,সিরাজুল ইসলাম,আবু হেনা, আলী হোসেন, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, গোদাগাড়ী বিএনপির সভাপতি আব্দুস সালাম সাওয়াল, বাঘা আহবায়ক ফোখরুল ইসলাম বাবলু, কেশরহাট পৌর সভাপতি আলাউদ্দিন আলো, কাকনহাট পৌর সভাপতি জিয়াউল হক,পুঠিয়া বিএনপির সদস্য সচিব এন্তাজুল হক বাবু,কাটাখালি পৌর সদস্য সচিব নাজমুল হক।

কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুম্মা ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।

আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এড. সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন করনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ এবং সাধারণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত জ্বালানী তেল ও নিত্যপন্যেল মুল্য কমানোর দাবী জানান। সেইসাথে সময় থাকতে খুন, গুম, নির্যাতন ও মিথ্যা মামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা আরো বলেন, রাজশাহীর সাহসী নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই মিথ্যা মামলা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেইসাথে সরকার পকনের আন্দোলনে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com