শিরোনাম :
মাদারীপুরে এনসিপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সোশ্যাল মিডিয়া নিন্দার ঝড় বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাব-১৪, এর অভিযান পরিচালনা করে ১৯ জন দালাল চক্র গ্রেফতার। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ ভোটাধিকার নিশ্চিত করবে জনগণের সরকার: আমিনুল হক রাঙ্গাবালীতে গরু চুরি করতে গিয়ে আটক ৫ উত্তরা ইপিজেডে শ্রমিক অসন্তোষে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ২০ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা দলের কাছে বিচার চাইলেন হামলায় আহত দুর্গাপুরের বিএনপি নেতা দুর্গাপুরে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

“রাজশাহী প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন” অপসাংবাদিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সাংবাদিক সমাজ অপসাংবাদিকতা, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় শিরোইল কাঁচাবাজারের পূবালী মার্কেটের ২য় তলায় রাজশাহী প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষাসৈনিক পরিবারের সন্তান সাইদুর রহমান। তিনি বলেন, “রাজশাহী প্রেসক্লাব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের অবদান অনস্বীকার্য। তাদের সকলকে যথাযথ প্রক্রিয়ায় প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক বার্তার মফস্বল সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট ইউনিটি এর সদস্য সচিব ও মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, রাজশাহী প্রেসক্লাবের অর্থ সম্পাদক আল-আমিন, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব আলী রাতুল, সেন্টাল প্রেসক্লাবের কেন্দ্রীয় সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, বরেন্দ্র প্রেসক্লাব এর যুগ্ম-সম্পাদক মো:মোস্তাফিজুর রহমান জীবন, মো: মামুনুর রহমান মামুন, শেখ রহমতুল্লাহ, মো: সাঈদ হাসান, দৈনিক বর্তমানের প্রতিনিধি পাভেল ইসলাম মিমুল, প্রতিদিনের কাগজের সাংবাদিক রাউফ উদ্দিন রাফি, আজকের প্রত্যাশার নাজমুল হক, আমার বার্তার সাংবাদিক শাকিবুল ইসলাম স্বাধীন, সিহাবুল আলম সম্রাট,বখতিয়ার শাহরিয়ার লিয়ন, ওমর আলী, হাসান মৃধা,মিশাল মন্ডল এবং রাজশাহী প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, “রাজশাহীতে সাংবাদিকতার নামে যেসব চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলাররা সক্রিয় রয়েছে, তারা পেশাদার সাংবাদিকতার বদনাম ডেকে আনছে। মামলাবাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও প্রশাসনিক অপব্যবহার করে যারা সাংবাদিকতার আড়ালে অপরাধ করছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

এ সময় বক্তারা দেশপ্রেমিক সেনাবাহিনী ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, “সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত হতে দেওয়া যাবে না। অপসাংবাদিকতা প্রতিরোধে সকল পেশাজীবি সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”

বক্তারা রাজশাহী প্রেসক্লাবকে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপদ ঠিকানা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com