
মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ প্রতিনিধিঃ
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও গুনিজন সম্মাননা ও জনসভা অনুষ্ঠিত।
২০ জুলাই বুধবার বিকেল তিন ঘটিকায় রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল হাদী আল মাজী জিন্নাহর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আবুল কালাম আজাদ হৃদয় এর সঞ্চালনায় ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এম পি মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মেরিনা জাহান কবিতা জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৬, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ২, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি সংসদ সদস্য সিরাজগঞ্জ ৩, জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ১,
অধ্যাপক ডক্টর মোঃ মশিউর রহমান উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা,এ্যাড ইমরুল হোসেন তালুকদার চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ, ডাঃরোকেয়া সুলতানা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, কে এম হোসেন আলী হাসান সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ,জনাব আব্দুস সামাদ তালুকদার সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব আবু ইউসুফ সূর্য্য সাবেক সহ সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব আব্দুল হান্নান খান সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব আব্দুল্লাহ আল পাঠান মেয়র রায়গঞ্জ পৌরসভা, এছাড়া ও রায়গঞ্জ উপজেলা ও সিরাজগজ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল অগ্রসর রায়গঞ্জ। আলোচনা অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply