
মোঃ রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর পৌরসভার বহুল কাঙ্ক্ষিত ও প্রস্তাবিত বাজেট ঘোষিত হয়েছে। ‘জনতার ঘর’ নামক পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গণে জেলার বিশিষ্ট জনের অংশগ্রহণের মাধ্যমে আজ রোববার সকাল ১১-৩০ঘটিকায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁঞা। এটি ছিল বর্তমান পরিষদের দ্বিতীয় বাজেট ঘোষণা ও পৌরসভার ৪৬তম বাজেট এটি।
লক্ষ্মীপুর পৌরসভায় পানি সংকট, অনুন্নত ড্রেনেজ ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা রেখেই ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যদিও ২০২২-২০২৩ অর্থ বছরে ১১৫ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার ৯২৬ টাকা বাজেট ধরা হয়েছিলো। সাধারন নাগরিকের কথা চিন্তা করে এ বছর প্রায় কোটি টাকা কম বাজেট ঘোষণা করেন মেয়র। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৫ লাখ ২৫ হাজার ৩৩৬ টাকা। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, লক্ষ্মীপুর সরকারী বিশ্বিবদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, প্রাক্তন অধ্যক্ষ মাইনউদ্দিন পাঠান, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইউনুস হাওলাদার রুপম, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ২ নং ওয়ার্ড় কাউন্সিলর খালেদ মোহাম্মদ আল-আমিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোনায়েম হোসেনসহ চিকিৎসক, ব্যবসায়ি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পৌরসভার বিশিষ্ট নাগরিকবৃন্দ প্রমূখ।
Leave a Reply