শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যা:প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫০২ বার পঠিত

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ভাইবা ছাড়াই নিয়োগ প্রদান। নিয়োগ কার্যক্রম বন্ধ ঘোষনা করার পর ভাইবা ছাড়াই গোপনে নিয়োগ প্রদান সহ নানা অভিযোগ উঠেছে।

সম্প্রতি হাজী নিজাম উদ্দিন নামে এলাকা একজন প্রবীন ব্যাক্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সুত্রে এবং স্থানীয় বাসিন্দা দুলাল ব্যাপারীসহ এলাকাবাসী সুত্রে জানাগেছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয়া ও অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চলতি অক্টোবর মাসের ১০ তারিখে এ দুটি পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ আগে থেকেই অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে এদুজনের নিয়োগ চুড়ান্ত করে রাখা হয়েছে এবং পরীক্ষার নামে একটি আইওয়াশ নাটক সাজানো হয়েছে এরকম খবর এলাকায় ছড়িয়ে পড়ে পরীক্ষার কয়দিন আগেই।

এলাকায় চরম উত্তেজনাও দেখা দেয় এনিয়োগকে কেন্দ্র করে। টান টান উত্তেজনা বিরাজ করছিলো।
পরীক্ষার দিন নানা অনিয়মের অভিযোগ ওঠার পর ডিজির প্রতিনিধি উল্লাপাড়া সরকারি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন ওইদিন নিয়োগ কার্যক্রম স্থগিত করে বিদ্যালয় ত্যাগ করেন । স্থগিতের এক সপ্তাহ পরেই কোনরকম নিয়মনীতির তোয়াক্কা না করে ভাইবা না নিয়েই টাকার বিনিময়ে পরীক্ষার আগে থেকেই গোপনে নিয়োগ চুড়ান্ত করে রাখা অফিস সহায়ক পদে শাহীন ও আয়া পদে নাছিমাকে নিয়োগ দিয়েছে প্রধান শিক্ষক।
শুধু তাই নয়, প্রধান শিক্ষক শামসুল আলম হ্যাপী চাকুরী দেওয়ার কথা বলে একাধিক চাকুরী প্রার্থীর নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে চাকুরী না দিয়ে অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে।

চাকুরী প্রার্থী আব্দুল হালিম নামে একজনের নিকট থেকে ১৬ লক্ষ টাকা নিয়েও তাকে চাকুরী দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এব্যাপারে, সম্প্রতি যোগদান কৃত অফিস সহায়ক শাহীন বিষয়টি এড়িয়ে গেলেও আয়া পদে যোগদানকারী নাছিমা বলেন, ভাইবা ছাড়াই নিয়োগ হয়েছে।

প্রধান শিক্ষক শামসুল আলমের বিচার দাবি করেছে এলাকাবাসী ও সুশীল সমাজ।

এবিষয়ে, প্রধান শিক্ষক শামসুল আলম সকল অভিযোগ অস্বীকার করেন।

এব্যাপারে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com