শিরোনাম :
রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান খেলাধুলা থেকে রাজনীতিতে আজ ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক

শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত এক যুবক মৃত্যু শয্যায় 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আওতাধীন আইগবাড়ী পাড়কোলা এলাকায় গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুসারে, আসামিরা ব্রয়লার মুরগির খামার পরিচালনার কারণে এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করছিল। এ নিয়ে আলোচনার সময় মোঃ আনোয়ার হোসেন (পিতা- আব্দুস সালাম শেখ) নামে এক ব্যক্তির ওপর লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

 

হামলায় আনোয়ার হোসেনের বাম চোখে গুরুতর আঘাত লাগে, যার ফলে তার দৃষ্টিশক্তি আংশিকভাবে নষ্ট হয়ে যায়। তাকে প্রথমে শহীদ মুনছুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

 

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মোঃ শহিদুল সরকার (৪৫), পিতা-মৃত আফসার আলী সরকার। অভিযুক্তরা হলেন:

১. মোঃ আব্দুল মালেক (৫৫), পিতা- মৃত নওশের আলী। ২. মোঃ সুমন হোসেন (৩৫), পিতা- মোঃ আব্দুল মালেক। ৩. মোঃ ছানোয়ার হোসেন (৩৮), পিতা- মোঃ আব্দুল মালেক। ৪. মোছাঃ ছানু খাতুন (৫০), স্বামী- মোঃ আব্দুল মালেক। ৫. মোছাঃ রাবেয়া খাতুন (৩০), স্বামী- মোঃ ছানোয়ার হোসেন।

৬. মোছাঃ আয়শা খাতুন (৩০), স্বামী- মোঃ সুমন হোসেন। ৭. মোছাঃ আম্বিয়া খাতুন (৪২), স্বামী- মোঃ ভোলা ওরফে রুবেল।

 

অভিযোগ অনুযায়ী, আসামিরা লাঠি, লোহার রড ও হাতুড়িসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিবাদীদের বাড়িতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বিবাদীদের বেধড়ক মারধর করে তাদের আহত করে।

 

আহতদের মধ্যে রয়েছেন মোছাঃ জোস্না খাতুন, মোছাঃ চাম্পা খাতুন, হাসান শেখ, মোছাঃ নাছির সরকার, মোছাঃ রোকেয়া খাতুন এবং মোঃ নজরুল ইসলাম। তাদের শাহজাদপুর পিপিডি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছেন এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এই ঘটনার ফলে স্থানীয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সুশীল সমাজ পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com