ফেনীতে মোটরসাইকেলের দুই আরোহীর প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৫৮০পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৯০ হাজার টাকা বলে দাবী করেছে স্থানীয় র্যাব কর্মকর্তারা। এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হচ্ছেন, চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী গ্রামের ফিরোজ খানের ছেলে মো. সাজ্জাদ হোসেন চৌধুরী (২৭) ও একই এলাকার মো. বাবরের ছেলে মো. তানভিরুল ইসলাম (২৫)। বৃহস্পতিবার সকালে জব্দকৃত মালামালসহ তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনীস্থ্য র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ঢাকামুখি লেইনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশী চালায় র্যাব সদস্যরা। এসময় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলের দুই আরোহীর প্যান্টের পকেট থেকে ৩ হাজার ৫৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত ১৭ লাখ ৯০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ দুইপাচারকারীকে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply