কেন্দ্র ৪ এস.এস.সি পরীক্ষা ২০২৪
ওয়ারেছ আহাম্মেদ ভূঁইয়া তাপস সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
অদ্য ১৭/২/২০২৪ ইং তারিখে বাংলাদেশ এস.এস.সি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের প্রতিবেদন হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ফরিদগঞ্জ কেন্দ্র – ৪ এর রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থী ৭৮৯ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ছাত্র ১২৯ জন ও ১৬৯ জন ছাত্রী। বাণিজ্য বিভাগ ১৬৪ জন ছাত্র ও ১৫১ জন ছাত্রী এবং মানবিক বিভাগে ৩১ জন ছাত্র ২৩৫ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণ করেন-রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়, কড়ইতলী উচ্চ বিদ্যালয়, পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়, বি.আর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়, লাউতলি ডাঃ রশিদ আহাম্মেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ববড়ালী শাহাজাহান কবির উচ্চ বিদ্যালয় এবং খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রী বৃন্দ। ফরিদগঞ্জ-৪ এর কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ আকরামুল হক, প্রধান শিক্ষক, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়। সহকারী কেন্দ্র সচিব হলেন- মোঃ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক, বাটেরহ্রদ রুস্তমপুর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়। হল সুপার এর দায়িত্বে ছিলেন- মোঃ শাহাজাহান মিয়া, সহকারী প্রধান শিক্ষক, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় ও মোঃ মজিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রুপসা বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেণিকক্ষে পর্যবেক্ষক হিসাবে সর্বমোট ৫৭ জন শিক্ষক ও শিক্ষিকা দায়িত্ব পালন করছেন। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন হাসানুজ্জামান, এ,এস,আই, ফরিদগঞ্জ থানা, চট্টগ্রাম রেঞ্জ। কেন্দ্র কমিটির আরো পাঁচজন সদস্য উক্ত পরীক্ষা কেন্দ্র পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করেন। উক্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা পরিচালনার জন্য সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামী পরীক্ষাগুলোতে একই রকম পরিবেশ যেন বিরাজ করে সেই আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply