সিদ্ধিরগঞ্জ থেকে অটো রিক্সা চুরির মূল হোতা এখনো ধরা ছোঁয়ার বাহিরে
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি দক্ষিণপাড়ার আমজাদ মার্কেটের নাসির মিয়ার গ্যারেজ থেকে তিনটি অটো রিক্সা চুরির ঘটনায় প্রতারক ৩ চোরকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, দক্ষিণপাড়ার মিজমিজি গ্রামের আলমগীর(৪০)এর অটোরিকশা চালিয়ে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করতেন প্রতারক চোর চক্রের সিদ্ধিরগঞ্জের মাইজপাড়া উত্তর পাড়ার আনোয়ার(৪০),পিতা: মৃত মোহর আলী ও ঠাকুরগাঁওয়ের কিসমত কেপুরবাড়ি এলাকার সোহেল(২৪),পিতা: কোবেত আলী এবং ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার নুরনবী(৩৭),পিতা: নুর ইসলাম।পরবর্তীতে প্রতিদিনের মতো গ্যারেজ থেকে(২১নভেম্বর ২৩) সকাল ৮টায় রিকশা নিয়ে বের হয় প্রতারক চোর তিনজন।
এ বিষয়ে রিক্সাগুলোর মালিক আলমগীর বলেন- এরা আমার রিক্সা গুলো ভাড়ায় নিয়ে চালাতো।গরিব বিদায় আমিও তাদের বিভিন্ন সময় ভাড়া এলোমেলো করলেও মেনে নিতাম। কিন্তু তারা শেষ পর্যন্ত আমার রিক্সা গুলো প্রতারণার মাধ্যমে চুরি করে নিয়েছে।আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমার জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন রিক্সা গুলো ফিরে পাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই শংকর বলেন -আমরাও চাই প্রতারক চোর গুলোকে আইনের আওতায় আনতে।আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাদের দিতে পারেন।
Leave a Reply