উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের ৪,৫,৬ ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনের জন্য নির্বাচনি মনোনয়ন ফরম কিনেছে শাকের আলীর স্ত্রী শাহানাজ বেগম। রবিবার বিকাল ১০অক্টোবর দুপুর ৩টার দিকে উখিয়া প্রানী সম্পদ ভবনে নির্বাচন অফিসার থেকে তিনি ফরম কিনেন।
ফরম সংগ্রহের পর শাহনাজ বেগম গণমাধ্যমকে বলেন ‘আমি সর্ব শেষ রক্তবৃন্দু দিয়ে জনগণের সেবা করতে চাই! আমি আপনাদের কারও বোন, কারও মেয়ে, কারও সন্তান আমার জন্য যা ভালো মনে করবেন, তা করবেন।’
শাহানাজ বলেন, ৪,৫,৬ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তরিত করার জন্য আপনাদের দোয়া, সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন । প্রিয় হলদিয়া ৪,৫,৬ নং ওয়ার্ড বাসী আমার জন্য দোয়া করবেন।’ আরও বলেন, ‘আমি যেন আপনাদের সুখে-দুঃখে থাকতে পারি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি কখনো কর্তব্যে অবহেলা করব না।
Leave a Reply