নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৫নং ও ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবগঠিত ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
নবগঠিত ৫নং ওয়ার্ড বিএনপি কমিটি
সভাপতি: আলমগীর হোসেন ভূঁইয়া
সাধারণ সম্পাদক: শরীফ হোসেন (সুমন)
সাংগঠনিক সম্পাদক: মাকসুদুর রহমান
নবগঠিত ৬নং ওয়ার্ড বিএনপি কমিটি
সভাপতি: মোঃ হারুন এক রশিদ টিটু
সাধারণ সম্পাদক: মোঃ রেজাউর রহমান রিপন
সাংগঠনিক সম্পাদক: মোঃ নরুল আমিন
সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফারুক পাটোয়ারী
উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি’র নেতা আবদুল মান্নান বরবনদাজ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপি, মহেববুর রহমান আসু, সাবেক সাধারণ সম্পাদক, ৩নং সুবিদপুর বিএনপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সৌদি প্রবাসী মোঃ হানিফ মুন্সী, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দলের সৌদি আরব কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্য হাসান পাটোয়ারী।
এছাড়া এলাকার বিএনপি সমর্থিত অসংখ্য নেতাকর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
নবগঠিত কমিটির অঙ্গীকার
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির আন্দোলনকে বেগবান করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবো।”
সভায় বক্তারা আরও বলেন, সরকারের দমন-পীড়ন ও ষড়যন্ত্র সত্ত্বেও বিএনপি জনগণের শক্তির ওপর আস্থা রেখে সামনে এগিয়ে যাবে।
Leave a Reply