শিরোনাম :
চট্টগ্রামে নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ধানের শীষে আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন উপলক্ষে বৈদ্যেরবাজারে যুবদলের বিজয় উৎসব ও ফুলেল শুভেচ্ছা বিনিময় চলো যায় পদ্মা বাঁচাই ,পদ্মার পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জে বি এন পি আয়োজনে বিশাল সমাবেশ ময়মনসিংহে শিয়ালের আক্রমণে নারী ও পুরুষ সহ আহত ২০ জন । পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে প্রার্থী না করায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ রিটা রহমানকে বিএনপির নমিনেশনের দাবিতে রংপুরে বিক্ষোভ হঠাৎ রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল ট্রেনের যন্ত্রাংশ , পাথরের আঘাতে আহত গেটম‍্যান ও পথচারীরা আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত সানজিদা ইসলাম তুলি: এক সাহসী বোনের আন্দোলন, এক জাতির বিবেকের জাগরণ শত বছরের পুরাতন পুকুর ভরাটে প্রশাসনের নীরবতা, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

হাজার মানুষের ছাদ ভাঙ্গা কালভার্ট দিয়ে চলাচল 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৫২৭ বার পঠিত

স্পেশাল করেসপন্ডেন্টঃ

লক্ষ্মীপুর রামগতিতে ছাদ ভাঙ্গা কালভার্ট দিয়ে চলাচল করেন কয়েক গ্রামের মানুষ । উপজেলার ৭নং চররমিজ ইউনিয়নের শীল কোপ টু চৌমুহনী বাজার তিন কিলোমটার কাঁচা সড়কের মধ্যখানে কালভার্টটি ভেঙে পড়ে আছে কয়েকমাস ধরে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের জনসাধারণকে। সরজমিন দেখা যায়, দীর্ঘ সাত মাস ধরে কালভার্টের ছাদের বেশকিছু অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশটিতে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, এ পাকা রাস্তা ধরেই শিক্ষার্থীদের আশপাশের স্কুল-কলেজে আসতে হয়। হাটবাজারে কৃষিপণ্য আনা নেয়া হয়।যাতায়াতের একমাত্র রাস্তায় কালভার্টটির ছাদের এক অংশ ভেঙে গেছে। ফলে অনেকটা ঝুঁকির মধ্যে এ পথে যান চলাচল করছে।যেকোনো সময় গর্তে হতাহতের আশঙ্কা রয়েছে।

 

স্থানীয়বাসীন্দা মোঃরিয়াজ জানান শীল কোপ টু চৌমুহনী বাজার তিন কিলোমিটার রাস্তা দিয়ে কোন প্রকার যানবাহন চলাচল করেনা । কোন কোন জায়গা বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। আমাদের এলাকার কোমলমতি শিশু ও ছাত্র ছাত্রী সবার এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। এই গ্রামে প্রায় ১২ হাজার লোক বসবাস করে । এলাকার কোন মা বোন যদি ডেলিভারি হয়ে হাসপাতাল নেয়ার দরকার হয় তখন কি যে বিপাকে পড়ে বলে শেষ করা যাবে না। আজ প্রায় ১৫ বছর ধরে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। স্যার আপনার অবগতির জন্য জানাচ্ছি ঐ রাস্তাতেই আমাদের ৭নং ওয়াড শেষ সিমান্তে একটা কালভার্ট ছিল বেশ পুরনো কালভার্টিও ভেঙে গেছে আজ ৭ মাস হলো। আমাদের চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে অবগত আছেন।

চর রমিজ ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার থেকে মুঠোফনে জানতে চাইলে তিনি বলেন কালভার্টটি অচিরেঁ সংস্কারের করা হবে, রাস্তার বিষয়ে তিনি জানান রাস্তাটি ১০বার প্রকল্প করা হয়েছে এই প্রকল্প কোথায় যায় উপজেলার এলজিইডিতে জিজ্ঞাসা করে ।কালভার্টটি সংস্কারে এলজিইডি ৭মাসে কিছু করে নাই।

উপজেলার এলজিইডি কর্মকর্তা আব্দুর রহিম বলেন

কালভার্টটি কি সমস্যা আমরা অবগত নেই। ইউনিয়ন পরিষদ থেকে আমাদের কিছু জানানো হয়নি। ৭মাস যাবৎ পোলের ছাদ নষ্ট মাসিক সভা কক্ষে চেয়ারম্যান সাহেব কখনো বলেন নাই।

তিন কিলোমিটার সড়ক সংস্কার বিষয় জানতে চাইলে বলেন১কোটি ৮লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। সড়কটির স্কিম পাঠানোর অপেক্ষা, আমরা ১সাপ্তাহ মধ্যে ফাইল প্রস্তুত করে পাঠাবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com