শিরোনাম :
ধামরাইয়ে সাহসী পুলিশ অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে ২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত রিপন গ্রেপ্তার ঝিনাইদহে বারোবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ১৮শ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান বিপর্যস্ত কৃষকরা দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে প্রার্থী হতে নারাজ চিত্রনায়ক মেগাস্টার উজ্জ্বল ঢাকা-১৬ আসনে বিএনপির গণমিছিল: আহ্বায়ক আমিনুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনগণের পাশে থাকার অঙ্গীকার বিএনপি জনগণের দল বলেই মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে — লায়ন মো. হারুনুর রশিদ ফরিদগঞ্জের জনগণের প্রতি আমার অগাধ আস্থা ও বিশ্বাস আছে — বিএনপি নেতা ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমানের দোয়া ও উন্নয়নমুখী দিন কবর জিয়ারত, মাজার পরিদর্শন ও মাদ্রাসা–মসজিদ উদ্বোধন করলেন বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী-১ আসনে নির্বাচনী কার্যক্রমের শুভ সূচনা মিরপুর শাহআলী দারুসসালাম থানার বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের গণসংযোগ ও বিশাল মিছিল ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলির পক্ষে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শন

বঙ্গোপসাগরে ডুবে গেছে ৮ ট্রলার নিখোঁজ ২ জেলে। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

মোঃ ইলিয়াস শেখ বিশেষ প্রতিনিধিঃ

হঠাৎ ঝড়ের কপালে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোসাগরে এফবি আনোয়ার ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এসময় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামের দুই জেলে নিখোজ রয়েছে বলে জানিয়েছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি।

মঙ্গলবার (৯ আগস্ট) আনুমানিক দিবাগত রাত তিনটার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া অর্ধশতাধিক জেলে নিয়ে এখনো সাগরে নিখোজ রয়েছে মহিপুরের ৮ টি মাছধরা ট্রলার।

আর এদিকে ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। আর ট্রলার নিখোজের বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝি কাওসার জানান, আমরা অনুভব করতে থাকি আবহাওয়া খারাপ হতে পারে তাই আমরা প্রায় ৫০টি ট্রলার একস্থানে নোঙ্গর করে রেখেছিলাম। হঠাৎ উত্তাল ডেউয়ে আমাদের ট্রলার ডুবে যায়। আমরা সবাই ভেসে ছিলাম অন্য ট্রলার আমাদের ১১জনকে উদ্ধার করে আর একজনের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। আর ট্রলার কোথায় আছে তা বলতে পারছি না। তিনি আরো বলেন আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি কিন্তু কোন সন্ধান পাইনি।

উদ্ধারকৃত জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

দুটি ট্রলারে মোট ২৪জন জেলে ছিল। এসময় অন্য একটি ট্রলারের সাহায্যে ২২ জেলে উদ্ধার হলেও নিখোজ হয় সিরাজুল ও সিদ্দিক।

মহিপুর ও আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, আমরা নিখোঁ হওয়া জেলে দুজনকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি কারণ সমুদ্র খুব উত্তাল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি জেলেরা আমাদেরকে অবগত করেছেন। খোজ খবর নিয়ে দেখা হচ্ছে। আমার জানামতে দুটি ট্রলারে মোট ২৪ জন জেলে ছিলো সেখান থেকে ২২জন জেলে ফিরে এসেছে আমরা কোস্ট গার্ডের সহযোগিতা নিচ্ছি দুজন জেলেকে খুঁজতে কোন খবর পেলে আপনাদের অবগত করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com