
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ০৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা আয়োজনে একুশে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকাবহ একুশে আগস্টের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী -তানোর -৫২,রাজশাহী -০১ এর সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
তিনি তার বক্তব্য প্রদান ২০০৪ সালের একুশে আগস্টের এই দিনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল গ্রেনেড হামলা করেছিলো বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রাণে বেঁচে গেলেও আই ভি রহমান সহ পঁচিশ জন নেতাকর্মী ঘটনা স্থলেই শহীদ হয় এবং শতশত নেতাকর্মী আহত হয়ে পঙ্গু হয়ে গেছে ঐ দিন যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে কি অন্যায় করেছিলো সেই তাৎপর্য তুলে ধরে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সকলের বিচার দাবী করা হয়, ইহা ছাড়াও ঐ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব ওয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, মোঃ সোহেল রানা চেয়ারম্যান, ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী।
ইহাছাড়াও উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ।
সকল অতিথি বৃন্দ ভয়াবহ একুশে আগস্টে যে নেক্কার জনক হত্যাকান্ড সংঘটিত হয়েছিল তার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে।
এবং উনিশ শত একাত্তর সাল থেকে অদ্যাবধি সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তিন লক্ষ মা বোনের পাক হানাদার বাহিনী যে নির্মম অত্যাচার করেছে তার জন্য ঘৃণা ধিক্কার ও প্রতিবাদ জানিয়ে অতিথি বৃন্দ বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথি হিসেবে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং তার পরিবারের জন্য দোয়া ও ভবিষ্যতে সার্বিক মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করেন এবং
উক্ত শোকাবহ বেদনাদায়ক একুশে আগস্টের আলোচনায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আরম্ভ করা হয় এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা
করেন।
Leave a Reply