
৪ লাখ টাকা থেকে ১ হাজার টাকার গাছ মিলছে ঢাকা বনসাই সোসাইটি প্রদর্শনীতে
ঢাকায় নানা জাতের বনসাই ( বৃক্ষের গাছ)দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির বৃক্ষ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ বনসাই সোসাইটি ।
ক্রেতারা আসছেন দেশি-বিদেশি নানা জাতের খুঁজে নিতে। ছোট-বড়, নারী-পুরুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল–কলেজের শিক্ষার্থীরা সবাই ঘুরতে আসছেন প্রদর্শনীতে।
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শিরোনামে রাজধানী ঢাকায় শুরু হয়েছে গত বৃহস্পতিবার ২৫ আগস্ট ধানমন্ডি ২৭, বাড়ি নং ২০ ডব্লিউ ভি এ মিলনায়তনে প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ বনসাই সোসাইটি। চারদিন ব্যাপী (২৫ আগস্ট থেকে ২৮তারিখ পর্যন্ত
প্রদর্শনীতে গাছ কিনতে এসে শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, করোনার কারণে বিগত দুই বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজকেরা প্রদর্শনীর আয়োজন করতে পারেনি আমার আসা হয়নি।
এখনে প্রকৃতি প্রাণ ফিরে পেয়েছে। মেলা ঘুরে চেনা অচেনা নানা প্রজাতির গাছ দেখতে পেয়ে আনন্দ ও ভালো লাগছে
তিনি বলেন এখানে এলেই মন ভালো হয়ে যায় পরিচিত হওয়া যায় উদ্ভিদ রাজ্যের সঙ্গে।
তিনি আরও বলেন, ঘর সাজানোর জন্য অনেকেরই পছন্দ টব কিংবা বনসাই । ফ্ল্যাট বাড়ির ছোট জায়গায় সবুজের ছোঁয়া আনতে গাছ লাগানো যায়। কোনো কোনো গাছের রয়েছে
প্রদর্শনীতে দেশীয় বৈচিঁ, ঘূর্ণি, তমাল, শ্যাওড়া, তুঁত, নিশিন্দা গাছের পাশাপাশি অতিপরিচিত তেঁতুল, বট, পাকুর, হিজল, কামিনীসহ প্রায় ৩০০ বনসাই স্হান পেয়েছে। ৭০ জন বনসাই শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে স্হান পেয়েছে। প্রদর্শনী চলবে ২৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য প্রদর্শনী খোলা থাকতো ।
আয়োজকেরা বলেন করোনার কারণে ২০/২১ গত দুই বছর বাংলাদেশ বনসাই সোসাইটি প্রদর্শনীর কোন আয়োজন করতে পারেনি এবছর বেচাকেনা তেমন একটা হয়নি অন্যান্য বছরের তুলনায় একেবারেই কম
Leave a Reply