
ইসলামপুর মোল্লাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি বসতঘর পুড়ে ছাই।
স্টাফ রিপোর্টার নুরনবী
জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউপি অবস্থিত মোল্লা পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে । ঘঠনাটি গত রাত বৃহস্পতিবার রাত প্রায় ৯ ঘটিকার দিকে ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাট ঘটেছে। মূর্হুতের মধ্যে আগুন একটি বসতঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকাবাসী প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলে ২ টি ঘরের মধ্যে একটি ঘর আগুন থেকে রক্ষা পায় এবং একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুল বেপারী জানান, আমার একটি অটো গাড়ি ঘর- ঘরের জিনিস নগদ টাকা সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমার প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হয়ছে , ধান চাল বিছানা সহ যা আছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে।আমি সরকারী ভাবে সহযোগিতা চাই।এবিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী মোঃতানভীর হাসান (রুমান) মহোদয়ের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার আর্থিক সহায়তার জন্য আবেদন করলে আমরা সরকারী ভাবে সহযোগিতা করব।
Leave a Reply