
শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫০০ টি ফলজ ও বনজ গাছের চারা কেটে ফেলা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় জমির মালিক বরমীর কাঠালি গ্রামের আবুল হোসেন তালুকদার বাদী হয়ে বাপ্তা গ্রামের স্বপন ও তার স্ত্রী সহ কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান অভিযুক্তদের বাড়ির পাশে তিনি প্রায় ৬ বছর পূর্বে জমি ক্রয় করে ভোগদখল করছেন। জমি ক্রয় করার পর থেকে অভিযুক্তরা অন্যায়ভাবে জমি জবরদখলের হুমকি দিয়ে আসছে। গত ৯ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা জমিতে থাকা প্রায় ৫০০ টি চারাগাছ গাছ কেটে ফেলে, এবং জমিতে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলে। খবর পেয়ে আবুল হোসেন জমিতে গেলে তাকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এর আগেও চারাগাছ কেটে ফেলেছিলো বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে অভিযুক্ত কাওকে পাওয়া যায়নি।
স্থানীয়রা এমন ঘৃণিত কাজের নিন্দা জানিয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply