
শামীম আল মামুন স্টাফ রিপোর্টারঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র, বিট পুলিশিং বাড়িবাড়ি নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের সমাবেশ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার ভাংনাহাটি গ্রীনভিউ গল্ফ রিসোর্টে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ, মাসুদ আলম ভাঙ্গী প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি আনিছুর রহমান শামীম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হেসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমামসহ পুলিশিং কার্যক্রমের সকল নেতৃবৃন্দ।
Leave a Reply