শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

শাহজাদপুরে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকায় ১ আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার পঠিত

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর দেওয়ান পাড়া থেকে নিজ বাসভবনের নিচতলায় অনলাইন ক্যাসিনো কারবারের সঙ্গে জড়িত থাকায় এক যুবককে আটক করেছে ( সিআইডি) পুলিশের একটি বিশেষ শাখা।

একটি সূত্র জানায়, দীর্ঘদিন সিরাজগঞ্জের শাহজাদপুরের অ্যাডভোকেট আফতাব হোসেনের দ্বিতীয় পুত্র রানা তার নিজস্ব ভবনের নিচতলায় কম্পিউটারে অনলাইন ব্যবসার নামে অনলাইন ক্যাসিনো খেলার সঙ্গে জড়িত ছিল।

একটি গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা থেকে এসে শাহজাদপুর থানা পুলিশের এএস আই সুমন চন্দ্রের সহযোগিতায় ৩০শে আগস্ট ভোর রাত থেকে সকাল পর্যন্ত পৌর সদরের দেওয়ানপাড়ায় অভিযান চালায়। অভিযানে প্রায় অনলাইন ক্যাসিনতে ব্যবহৃত প্রায় ১৫ থেকে ১৮ টি কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করে। এ সময় অভিযুক্ত রানাকে গ্রেফতার করা হয়। একটি গোপন সূত্রে জানা যায়, শাহজাদপুরে আরো একাধিক ব্যক্তি এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

এলাকাবাসী ও রনির বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, রনি খুব ভালো স্বভাবের ছেলে ওর ডাকনাম রিঙ্কু তবে সে বেশ কিছুদিন কম্পিউটারের অনলাইনে নিজস্ব ভবনের নিচতলা ব্যবহার করে ব্যবসা করত তবে সেটি কিসের ব্যবসা তা আমরা জানিনা।

রনির পিতা এডভোকেট আফতাব হোসেন একজন ভালো মানুষ হিসেবে শাহজাদপুরের অনেকের কাছেই পরিচিত রয়েছে বলেও জানা যায় তবে তার সন্তান এ ধরনের অবৈধ অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত হবে জেনে এলাকার মানুষ বিস্ময় প্রকাশ করেছে, এলাকাবাসী আরো বলেনঃ নিঃসন্দেহে উচিত ছিল তার সন্তান কি ব্যবসা করছে তা আগে থেকেই সাবধানতা অবলম্বন করা।

রানার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর বেশ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাসায় আসলে তখন তারা রানার খোঁজ করলে তাকে ঘুম থেকে ডেকে তুললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে এবং তাকে তার নিচ তলায় ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে সকল ল্যাপটপ-কম্পিউটার জব্দ করে এবং রানাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।

এ সময় জানতে পাড়া যায় যে ঢাকা থেকে সিআইডি একটি টিম এসে তাকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com