মনোহরগঞ্জে জাতীয় শিক্ষক দিবস পালিত
মোঃ মাসুদ আলম বেপারী
স্টাফ রিপোর্টার
কুমিল্লা মনোহরগন্ঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দুপরে উপজেলার মনোহরগন্ঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে। দিবসটি উপলক্ষে উপজেলার মনোহরগন্ঞ্জে সরকারি স্কুল এন্ড কলেজ থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীতে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষক ও ছাত্রছাত্রী অংশ নেয়। র্যালীটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালী শেষে বক্তব্য রাখেন মনোহরগন্ঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন,
তিনি বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- অর্থাৎ আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক।
শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের দিনটি।
১৯৯৪ সালে ইউনেস্কোর ২৬ তম অধিবেশনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ইউনেস্কো মহাপরিচালক ড. ফ্রেডারিক এম মেয়রের যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়। তবে ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টি দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবিদের জন্য সেরা সম্মান।
Leave a Reply