শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

আন্ত: বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু সহ বিশেষ মাইগ্রেশন বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টঃ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে গুচ্ছ কেন্দ্রীয় কমিটি সহ ইউজিসি চেয়ারম্যান, এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কে লিগ্যাল নোটিশ প্রেরণ করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট এর আইনজীবী আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে এই নোটিশ পাঠানো হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন,আমরা আইনজীবীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বহাল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, এরপরও যদি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু না করা হয় তাহলে আমরা রবিবার হাই কোর্ট এ রিট পিটিশন এর আবেদন করবো, আমাদের রিট এর সব রকম প্রস্তুতি চলছে। এর আগে আমরা গুচ্ছ কমিটি সহ ২২ বিশ্ববিদ্যালয়ের সকল ভিসিদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবি তে স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা আমাদের নায্য দাবী সমূহ মেনে নেয়নি তাই আজ আমরা বাধ্য গিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের (২০২২-২৩) ভর্তি পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। এতে পাস করা শিক্ষার্থীদের কেন্দ্রীয় মেধাক্রম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে চারটি মেরিট ও চারটি মাইগ্রেশন প্রকাশিত হয়। এরপর চূড়ান্ত ভর্তি সম্পন্ন করে ক্লাস শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো।

‘‘কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ইতিমধ্যে ২২২০টিরও বেশি আসন শূন্য রয়েছে। যার জন্য গুচ্ছ কেন্দ্রীয় কমিটি বিশেষ পর্যায়ে মাইগ্রেশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও তা শুধুমাত্র একক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।’’

ভর্তিচ্ছুরা বলেন, এমন সিদ্ধান্তে বেশিরভাগ শিক্ষার্থী তার নিজের স্বপ্নের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পাবেন না। এছাড়াও মাইগ্রেশন শুধুমাত্র একক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলে চূড়ান্ত ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দের তালিকায় থাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই যেতে পারবেন না।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলেন,বিশ্ববিদ্যালয়গুলো শুন্য আসন পূরণে যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রশংসনীয়। তবে মাইগ্রেশনের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার্থীদের ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইগ্রেশন দেয়ার যেই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা মোটেই গ্রহণ যোগ্য নয়। এই সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থী ভালো ফলাফল ও মেরিট নিয়েও পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয় পাবে না। যদি বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন প্রক্রিয়া বন্ধ করে দেয় তাহলে ভর্তি হওয়া শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বেন।

এর আগে, আসন খালি থাকায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এ কার্যক্রমে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইগ্রেশন চালু রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com