শাহিনুল ইসলাম লিটনঃ
কুড়িগ্রামের উলিপুরে ৪১তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জিয়াউর রহমানকে সংবর্ধনা দিলো রক্তিম ফাউন্ডেশন। সংবর্ধনা অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু যোবায়ের আল মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান,।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম,
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক আরিফ হাসান।অক্সফোর্ড মডেল পাবলিক স্কুলের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান আসাদ।
রক্তিম ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়ক মতিউল ইসলাম,সাংস্কৃতিক সমন্বয়ক রাকিব হাসান,ধর্ম বিষয়ক সমন্বয়ক সাব্বির আহমেদ, রক্তিম ফাউন্ডেশনের সদস্য রাহুল,রাব্বি,সুলতান।
এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও রক্তিম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তিম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক-কিশোর লেখক নাজমুল হাসান।
সংবর্ধনাপ্রাপ্ত জিয়াউর রহমান বলেন,আমি দাখিল পরীক্ষায় এ+ পেয়েছিলাম।
কিন্তু কেউ আমাকে একটা ফুলও দেয় নি। এমনকি আমার মাদ্রাসা কর্তৃপক্ষ কোনদিন আমাকে ডাকেওনি।বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেউ তেমন আগ্রহ দেখায়নি। শুধুমাত্র রক্তিম ফাউন্ডেশন আজ আমাকে সংবর্ধনা দিলো।আমি তাদের প্রতি কৃতজ্ঞ।আমার মতো আরো অসংখ্য দরিদ্র মেধাবী শিক্ষার্থী আছে ছড়িয়ে ছিটিিয়ে তাদের খুঁজে বের করে সমাজের সুধী মানুষরা যত্ন নিলে তারাও অনেক ভালো কিছু করবে।
Leave a Reply