মিথ্যা আশ্বাস নয়,আমাকে ভোট দেবেন কাজ দেখে, শফিকুর রহমান সুমন
মোঃ ছালাম বিশেষ প্রতিনিধি
মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুলফিতরের পরেই অনুষ্ঠিত হবে সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচন।ইতিমধ্যেই পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা পরিষদ নির্বাচনে পূর্নতা পেয়েছে নির্বাচনিয় আমেজ। ভাইস চেয়ারম্যান পদে দোয়া পার্থী হিসেবে সবচেয়ে এগিয়ে আছে সোহাগদল ইউনিয়নের কৃতি সন্তান দানবীর শফিকুর রহমান সুমন। তারই ধারাবাহিকতায় প্রতিদিনই প্রতি পাড়া মহল্লায় তিনি জনসাধারণকে নিয়ে করছেন মতবিনিময় সভা। গতকাল শনিবার মাগরিব বাদ সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে অটো শ্রমিকদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান সুমন। প্রধান অতিধির বক্তব্যে তিনি বলেন, আমি কোন নির্বাচনিয় ওয়াদা করবনা, আমি আপনাদের কোন মিথ্যা আশ্বাস ও দিবনা। আমার বর্তমানে চলমান উন্নয়ন মূলক কাজ কর্ম আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন। আপনারা আমাকে যোগ্য মনে করে ভোটদিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন মূলক কাজ বেশী বেশী করার সুযোগ পাব। আপনারা যদি আমাকে নির্বাচিত নাও করেন আমি আমার মানবতাবাদী বিশ্বাস থেকে একচুলও নড়ব না। উক্ত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সোহাগদল আদর্শ মা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম,স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি আতিকুল ইসলাম লিটু সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য এনামুল হক ফোরকান, মো. সামসুল আলম, আশুতোষ মিস্ত্রী, মো. আতাউর রহমান, অটোশ্রমিক মো. আলী, মো. জাকির, মো. মামুন সরদার ও অন্যান্ন আরো অনেকে।
Leave a Reply