শিরোনাম :
চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা: লোকাল বাসের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে আহত ২ জন গলাচিপায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পীরা কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা রূপনগর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে খেলাধুলা অপরিহার্য – আমিনুল হক ছড়াকার সুকুমার রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইলে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত ঘুষ ও দালাল চক্রের ভিডিও ধারণের সময় সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তি ৪০ বছর পর জামায়াত নেতার হাতধরে ১০ হাজার মানুষের ভোগান্তির অবসানের বার্তা।

চোরাচালানীর ব‌্যবসাকে কেন্দ্র ক‌র ছাত্রলী‌গের দু গ্রু‌পের ধাওয়া,আহত ১০ আটক দুই

এমএইচ খালেদ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

চোরাচালানীর ব‌্যবসাকে কেন্দ্র ক‌র ছাত্রলী‌গের দু গ্রু‌পের ধাওয়া,আহত ১০ আটক দুই

এমএইচ খালেদ স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের ছাত‌কে চোরাচালান ব‌্যবসাকে কেন্দ্র ক‌রে
ছাত্রলী‌গের আব্দুল গফ্ফার ও মুন্তা‌কিম গ্রু‌পের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ১০ আহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গো‌বিন্দগঞ্জ ও ছাতক সড়ক আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। চোরাকারবা‌রি দুজনকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।
গত মঙ্গলবার বিকা‌লে উপ‌জেলার গোবিন্দগঞ্জ ও ছাতক সড়‌কে ত‌কিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘ‌টে।
জানা যায়, গত সোমবার রা‌ত সা‌ড়ে ৩ টায় ভারতীয় পেয়াজ ভ‌র্তি ট্রাক ছাতক থে‌কে গো‌বিন্দগঞ্জ ট্রা‌ফিক প‌য়েন্ট হ‌য়ে সি‌লে‌টে যাবার প‌থে স্থানীয় ছাত্রলী‌গ নেতা আবদুল গফ্ফার গ্রুপের নেতাকমীরা আটক ক‌রার চেষ্টা করে এবং মুন্তাকিমের নেতৃ‌ত্বে আটককৃত চোরাচালান মালামাল ‌ছে‌ড়ে নি‌তে গি‌য়ে সি‌লেট সুনামগঞ্জ মহা সড়‌কের গো‌বিন্দগঞ্জ সাদা পু‌লের মু‌খে হাবিবুর রহমান বাবলু ও মুন্তা‌কি‌মের ম‌ধ্যে রা‌ত সা‌ড়ে ৩ টায় গো‌বিন্দগঞ্জ এলাকা হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আব্দুল গফ্ফার গ্রু‌পের বাবুল ,মাহবুর,আরশ আলী আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ভোর রাতে ঘটনাস্থল থেকে ভারতীয় পিয়াজ ভর্তী ট্রাক ও চালকসহ দুজনকে আটক করে।
এ ঘটনার জের ধ‌রে দু গ্রু‌পেব ম‌ধ্যে মঙ্গলবার সকা‌লে ও বিকা‌লে দু দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টেছে।
গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজারে কুশিউড়া (বাংলাবাজার) গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ফালু মিয়া (২৬) সিলেট জেলার মোগলাবাজার থানার সিলাম গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে রায়হান আহমদ সুমন (৩৪)কে ১শত ৪০ বস্তা পেয়াজ সহ পু‌লিশ তা‌দের‌কে আটক করেছে।
পু‌লিশ জানায়,সিলেট থেকে সুনামগঞ্জ মহাসড়কে সাদা পু‌লের মুখ এলাকায় অভিযান চা‌লি‌য়ে একটি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করে। তাদের নিকটে থাকা ট্রাক তল্লাশি করে ৬ হাজার ১৩২ কেজি (১৪০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৯০ হাজার ৫৬০ টাকা।গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।এ ঘটনার জের ধ‌রে আবা‌রো মঙ্গলবার সকালে মুন্তা‌কিম বা‌ড়িতে গি‌য়ে গফ্ফার মিয়া গ্রু‌পের নেতাকমীরা গালাগা‌লি ক‌রেছিল। এ পরে বিকা‌লে ৫ টায় মুন্তা‌কি‌ম গ্রু‌পের নেতাকমীরা গফ্ফার এর বা‌ড়ি‌তে ‌দেশী আস্ত্র নি‌য়ে হামলা চালায়। এ হামলা প্রতিরোধ কর‌তে গি‌য়ে দু গ্রু‌পের ম‌ধ্যে আধা ঘন্টা ব‌্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় পথচা‌রি সহ ৭জন আহত হ‌য়ে‌ছেন। আহত‌দের স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।
এ খবর পে‌য়ে থানার পু‌লিশ তদন্ত ও‌সি মোহাম্মদ সোহেল রানা, এস আই শ‌ফিকুল ইসলাম,পংকজ ও সিকান্দর আলীর নেতৃ‌ত্বে এক‌টি টিম ঘটনাস্থ‌লে পৌ‌ছে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনেন। এ সময় মুন্তা‌কিম গ্রুপের নেতাকমীরা গফ্ফার‌ের বিরু‌দ্ধে গালাগা‌লি ক‌রে বি‌ক্ষোভ মি‌ছিল করে।
এব‌্যাপা‌রে ছাতক থানার ও‌সি শাহ আলম দুজন সহ ট্রাক আটকের সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন রাত সাড়ে ৩টার সময় দুগ্রু‌পের ধাওয়া পাণ্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। ঘটনাস্থ‌লে পুলিশ টহল জোরদার ক‌রা হয়েছে। এখন প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com