শিরোনাম :
ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিজয়নগরে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে বিএনপি। রংপুর মহানগরের বুড়ীরহাটে, রায়হান সিরাজীর নির্বাচনী অফিস মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৬ তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে তানোরে ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আমজনতার দলকে নিবন্ধনের আহ্বান ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশের তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি — ভিপি সাইফুল নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঝিনাইদহ ৩ আসনে জামায়াত নেতা প্রফেসর মতিয়ার রহমানের গনসংযোগ

আ.লীগ ও প্রশাসন নিয়ে জাসদ’ নেতা হাসানুল হক ইনুর অভিযোগ

মোঃ আসাদুজ্জামান শাওন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

আ.লীগ ও প্রশাসন নিয়ে জাসদ’ নেতা হাসানুল হক ইনুর অভিযোগ

মোঃ আসাদুজ্জামান শাওন
স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও প্রশাসনের কিছু কর্মকতার ওপর অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন এবং শরিকদের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের দাঁড় করিয়ে তাদের জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের অভ্যন্তরের শক্তিশালী চক্র কাজ করেছে। এ বিষয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তার ন্যাক্কারজনক নগ্ন ভূমিকাও দেখা গেছে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত  দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কাঠামো জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে প্রারম্ভিক বক্তব্যে ইনু এসব কথা বলেন জাসদের দুটি জাতীয় কাউন্সিলের মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত জাতীয় কমিটির এই সভায় ইনু বলেন, বিএনপি-জামায়াত এবং তাদের দেশি-বিদেশি রাজনৈতিক পার্টনারদের তীব্র বাধার মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ছিল বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি বিরাট রাজনৈতিক ও সাংবিধানিক চ্যালেঞ্জ। তাদের অন্তর্ঘাত-নাশকতা-সহিংসতা-আগুন সন্ত্রাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।কিছু আসনে ক্ষেত্রবিশেষে কিছু প্রার্থীও পেশীশক্তি ও কালো টাকার ব্যবহার করেছে। রির্টানিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের পক্ষপাতিত্বমূলক ভূমিকা পালন করে চিহ্নিত সন্ত্রাসী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে জিতিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এরপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থেকেছে এবং দেশকে রাজনৈতিক অনিশ্চয়তা মধ্যে ফেলে দেওয়ার ষড়যন্ত্র-চক্রান্ত পরাজিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাসানুল হক ইনু। এতে যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্যরা, সব সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং বিশেষ আমন্ত্রণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীরা সভায় শুরুতেই প্রয়াত দলীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জাসদের দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনি অভিজ্ঞতা ওপর বক্তব্য রাখেন। এরপর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা, কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলির সদস্যরা এবং কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য রাখবেন। আজকের সভা রাত ৮টা পর্যন্ত চলবে। আগামীকাল শনিবার সকাল ১০টায় শুরু হয়ে সভা রাত ৮টায় শেষ হবে সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি রেজাউল করিম এমপি, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com