শিরোনাম :
আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা কাশিমপুর কারাগারে সাংবাদিক শিহাব উদ্দিনকে দেখতে গেলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল শ্রীপুরে রহস্যজনক এক নববধূর মৃত্যু। ঝিনাইদহ-১ আসনে নির্বাচন করার জন্য অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগের ঘোষণা সিংগারবিল ইউনিয়নে এক আতঙ্কের নাম গ্রাম পুলিশ নার্গিস বেগম। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭০ (সত্তর)কেজি গাঁজা উদ্ধার; পিকআপ সহ ০১ মাদক কারবারী গ্রেফতার: ঝিনাইদহের কন্যা দেশের সর্বোচ্চ আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট শিমুল সুলতানা। শ্রীপুরে জোরপূর্বক অন্যের জমিতে ঘরবাড়ি দোকানপাট নির্মাণ করার অভিযোগ উঠেছে , দুর্গাপুরে চাঁদাবাজি করতে গিয়ে ২ পুলিশ কনস্টেবল গণধোলাই,পুলিশ লাইনে ক্লোজড

৭৫ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করলেন আব্দুল হান্নান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ লোকে বলে লেখাপড়ার কোনো বয়স হয় না। আর এই প্রবাদ শুধু মুখে নয়, প্রমান করে দেখালেন আব্দুল হান্নান। ৫৭ বছর বয়সে পাস করলেন এইচএসসি । চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাতপাড়া গ্রামের এই বাসিন্দা আব্দুল হান্নান। অনেক সমালোচনা সহ্য করেও সফল হন। এর আগে ৫৪ বছর বয়সে করেছিলেন আরেক বাজিমাত।

মঙ্গলবার ফল প্রকাশ হলে জানা যায়, হান্নান তিন দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এমটিএমকে আনক টিবিএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। অনুভূতি জানতে কথা হয় আব্দুল হান্নানের সঙ্গে। বলেন, শিক্ষার কোনো বয়স হয় না। তাই শিক্ষাগ্রহণে বয়স বাধা হতে পারে না। ইচ্ছা থাকলে সবই সম্ভব। তিনি বলেন, আমার পরীক্ষার ফলে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শিক্ষা ছাড়া দেশ ও জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। তাই আপনাদের সন্তানদের স্কুলে পাঠান। এদিকে আব্দুল হান্নানের এইচএসসি পাসেএলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা অভিনন্দনে ভাসিয়েছেন তাকে।

উৎসাহ দিচ্ছেন, সামনে যেন আরও ভালো কিছু করতে পারেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান, এই বয়সে আব্দুল হান্নান যে কৃতিত্ব দেখিয়েছেন সেটা অবশ্যই অনুকরণীয়। এর আগে ২০২২ সালে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করে সবাইকে তাক লাগিয়ে দেন আব্দুল হান্নান। পেয়েছিলেন কয়েকটি সংগঠনের বিশেষ সম্মাননা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com