নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২(বার) কেজি গাঁজা উদ্ধার।
যশোর জেলার পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী এর তত্ত্বাবধানে
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধারের লক্ষ্যে ইং-২০/১০/২০২৪ তারিখ বিকাল ১৭:২০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার এসআই(নিঃ)/ মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন।
অত্র থানাধীন ঘিবা-১ গ্রামস্থ জনৈক আমন আলী’র মালিকানাধীন বাগানের সামনে রাস্তার উপর অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা অবৈধ গাঁজা মজুদ ও ক্রয়-বিক্রয় করে। এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ রাশেদুজ্জামান ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সর্বমোট ১২(বার) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন।
জব্দকৃত মাদকদ্রব্যের অনুমান মূল্য- ৪,৮০,০০০/- টাকা।
এসংক্রান্তে উক্ত থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে এবং অজ্ঞাত আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply