কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তির শিকার হচ্ছিল সাধারণ মানুষ। এর প্রেক্ষিতে, আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী ওই মহাসড়কে অভিযান চালান। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ করে এবং সিএনজি স্ট্যান্ড ও বাস গ্যারেজ নির্দিষ্ট স্থানে স্থানান্তর করেন তারা। এ পদক্ষেপে খুশি হয়েছেন সাধারণ জনগণ ও শ্রমিকেরা, যারা দীর্ঘদিন ধরে এ সমস্যার সমাধান প্রত্যাশা করছিলেন।
জানা যায়, শাহজাদপুরের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড, বিসিক বাসস্ট্যান্ড এবং তালগাছী এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। এতে ছাত্রছাত্রী, অফিসগামী ও ব্যাংকসহ বিভিন্ন কাজে নিয়োজিত মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছিলেন না।
সোমবার, ইউএনও কামরুজ্জামান এবং ওসি আছলাম আলীর নেতৃত্বে মহাসড়কের তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়। মহাসড়কের দুই পাশে অবৈধভাবে স্থাপিত সিএনজি এবং অটোরিকশাগুলোর জন্যও যানজটের সৃষ্টি হচ্ছিল। অভিযানের ফলে মাত্র ১০ মিনিটে মহাসড়ক যানজটমুক্ত হয়, যা সাধারণ মানুষ এবং পরিবহন মালিকদের মধ্যে প্রশংসা কুড়ায়।
অভিযানের পর সাংবাদিকদের ইউএনও মোঃ কামরুজ্জামান জানান, “মহাসড়কে অবৈধ যানবাহন এবং দোকানের কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। ভবিষ্যতে কেউ মহাসড়কে অবৈধ স্থাপনা বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
যানজটমুক্ত হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে, এবং মহাসড়কে যান চলাচল আরও সহজ হয়েছে।
Leave a Reply