সাখাওয়াত স্টাফ রিপোর্টারঃ গত শনিবার গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় “মাসকট” নামে গার্মেন্টস কারখানার ঝুট ব্যাবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে অস্ত্রের মহড়া দেয় স্থানিয় প্রভাবশালী এক বিএনপির নেতা কর্মীরা। এতে করে অত্র এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এবং অত্র কারখানার মালিক কতৃপক্ষ কে ফোন আলাপে লাশ ফেলার হুমকি দেন ঐ নেতা।
এই ঘটনায় কারখানার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে ওনারা অফিসিয়াল কোন বক্তব্য দিতে অপরগতা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা ঝুট ব্যাবসা নিয়ে খুবই আতঙ্কে আছি। আমাদের আগের ঝুট ক্রেতারা এখন ঝুট নিতে সাহস পাচ্ছে না। তার কারখানার আশেপাশে অবস্থান নিছে।
ভাইরাল অডিও ক্লিপে ওই নেতা কে বলতে শোনা গেছে,
“আগে নেগোশিয়েশন, তারপর মাল। নেগোশিয়েশন ছাড়া কোন মাল বের হবে না। দুই চারটা লাশ পড়লে দায়িত্ব নিবেন”।
এ ঘটনায় কারখানার কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান।
এই ঘটনা সম্পর্কে ঐ নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করা সম্ভব হয় নাই
Leave a Reply