
নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও গ্রেফতার।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফারুক আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদালত অবমাননার দায়ে ৫ দিনের সাজাপ্রাপ্ত আসামি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ডা. ফারুক আহমেদকে আদালত একটি মামলায় কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও নথি চেয়ে তলব করেন। কিন্তু, দীর্ঘদিন তিনি হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এর ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 
                                                
Leave a Reply