শিরোনাম :
কসবা–আখাউড়া আসনে বিএনপির হাল ধরলেন মশিউর রহমান কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

রংধনু থিয়েটারের দর্শকনন্দিত নাটক ‘খলনায়ক’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রংধনু থিয়েটার প্রযোজনা-২৮ এর সামাজিক ও বাস্তবধর্মী নাটক ‘খলনায়ক’-এর জমকালো আয়জনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর সূত্রাপুরের ঐতিহ্যবাহী জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজনে প্রায় এক হাজার নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হয় নাটকটির প্রথম প্রদর্শনী।

উদ্বোধন করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, ‘খলনায়ক একটি বাস্তবধর্মী ও সমাজ সচেতন নাটক। আজকের সমাজে যেখানে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার তরুণ প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সেখানে এমন নাটক গুলো একটি আলোর দিশা দেখাতে পারে।’

তিনি আরও বলেন, ‘ইউটিউব ও ফেসবুকের কিছু কনটেন্ট সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এসব দুষ্টু ইউটিউবার ও টিকটকারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের নাটকের মাধ্যমে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সংগঠক ডা. মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক
ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ এ সৌরভ খান। তিনি বলেন, ‘নাটকের প্রাণ হচ্ছে দর্শক-শ্রোতা। খলনায়ক একটি চমৎকার সামাজিক নাটক যা সব বয়সী মানুষের জন্য উপভোগ্য। নাটকের প্রতিটি দৃশ্য বাস্তবতায় ভরপুর।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু (প্রধান বক্তা) ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলমগীর হোসেন (শুভেচ্ছা বক্তব্য প্রদানকারী) ,বন্ধন নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদুর রহমান মন্টু (বিশেষ বক্তা),রংধনু থিয়েটারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন,সাধারণ সম্পাদক শাহনাজ সিমি,সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ দুলাল, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস, দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন
এছাড়াও নাটকটির সকল কলাকুশলী ও অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com