ইয়াছিন আলী ইমন
কুড়িগ্রাম প্রতিনিধি:
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আত্মসমর্পণের পর জামিন আবেদন খারিজ করে এ নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, সুলতানা পারভীন সেদিন বেলা ১১টার দিকে আদালতে হাজিরা দেন। জামিন আবেদন শুনানি শেষে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনেকেই সাবেক ডিসিকে দেখতে আদালতে ভিড় জমায়।
ঘটনার পটভূমি ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার নিজ বাড়ি থেকে জেলা প্রশাসনের একটি টাস্কফোর্স তুলে নিয়ে যায়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর, হুমকি এবং নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনার পর একটি মোবাইল কোর্ট বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।ঘটনার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। সাংবাদিক আরিফুল ইসলাম রিগান ওই ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে আজ আদালত গুরুত্বপূর্ণ এই রায় দেন।
প্রতিক্রিয়া এ ঘটনায় সাংবাদিক মহল এবং সাধারণ মানুষ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এ রায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
Leave a Reply