
ক্রাইম রিপোর্টারঃ
নগরীর সাধুর মোড় থেকে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
মহানগরী বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর মহল্লার মোঃ আল রিয়াদ (৩০) এর বসত বাড়িতে অপারেশন পরিচালনা করে একটি বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র), একটি পিস্তলের ম্যাগজিন তিন রাউন্ড পিস্তলের গুলি, ০১টি লোহার হাতুড়ি, এবং ০১টি মোবাইল ফোন, উদ্ধার করা হয়।
গ্রেফতার করা হয় মোঃ নাজিরুল ইসলামের ছেলে মোঃ আল-রিয়াদ (৩০),রানীনগর (সাধুরমোড়), বোয়ালিয়া।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে,আল রিয়াদের বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া একই তারিখ ১২.১৫ ঘটিকায় বসত বাড়িতে পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পাইয়া ০১ ব্যক্তি পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদকালে মোঃ আল রিয়াদ (৩০) এর স্বাকারোক্তি মতে বাড়ি তল্লাশী করে দুইতলা বিশিষ্ট বিল্ডিং বাড়ির ২য় তলায় পশ্চিম দুয়ারী শয়ন কক্ষে খাটের জাজিমের নিচে পূর্ব কোণ হইতে উল্লিখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
 
                                                
Leave a Reply