অবৈধভাবে জোর করে অন্যের বাগানের গাছ কাটে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে
সাখাওয়াত হোসেন স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ উপজেলায়, চার নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের আওতাধীন, ৪ নং ওয়ার্ডের, কামতা নোয়াবাড়ির,জনাব মৃত আলী আকবর এর পুত্র নুরুল ইসলাম (৫২), আবুল হোসেন (৪০) ও পুত্রবধু জান্নাতুল ফেরদৌস (৩০) স্বামী আবুল হোসেন, জোর খাটিয়ে প্রায় ৩০টিরও অধিক বিভিন্ন ফল এবং কাঠ গাছ জোর করে কেটে ফেলেন। ঘটনাস্থলে তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জনাব নুরুল ইসলাম বলেন ওই সম্পত্তি তাহাদের ছিল এখন উনার ছোট ভাই ঘর করবেন তাই তিনি গাছগুলো কেটে ফেলেছেন, এবং জিজ্ঞাসাবাদে জান্নাতুল ফেরদৌস বলেন এই সম্পত্তি উনার স্বামীর ছিল এজন্য উনি ঘর করার উদ্দেশ্যে এ সকল গাছগুলো কেটে ফেলেন এবং জমি দখল করেন ।জিজ্ঞাসাবাদে তিনি আরো জানান এখানে সুপারি, নারকেল, কাঁঠাল, মেহেগনি, তেতুল, ও বিভিন্ন ধরনের গাছ ছিল। অন্যদিকে জনাব আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি জানান যে তিনি সৌদি প্রবাসী তিনি বাড়িতে থাকেন না, তিনি বলেন উনাদের অনুপস্থিতে প্রায় ১২ বছর পূর্বে ওনাদের বাড়ির সকল অংশীদার পুরো বাড়ি মাপ জরিপ করেন, ওই জরিপে এই সম্পত্তি উনাদেরকে না জানিয়ে বাড়ির অন্যান্য অংশীদারগণ জনাব মোঃ আব্দুল মালেক কে দেওয়া হয়, এ সম্পর্কে উনারা কিছুই জানতেন না, এবং পুরো বাড়ি আমাদের বিরুদ্ধে কাজ করেন, আমাদের কোন বিনিময়ে হয়নি, আমাদের এই সম্পত্তি এওয়াজ বদল করা হয়নি ।
ঘটনাস্থলে ওই ভূমির বর্তমান মালিক মোহ সোনা বেগম (৬১) স্বামী মৃত আব্দুল মালেক, তিনি আমাদেরকে জানান আমাদের বাড়ির অন্যান্য পাশে টুকরো টুকরো সম্পত্তি ছিল যাহা প্রায় ১২ বছর পূর্বে বাড়ি মাত জরিপ করিয়া আমাদের সম্পত্তির হিসাব না দিতে পারিয়া আমাদেরকে এই স্থানে আমাদের ঘর সংলগ্ন এই ভুমিটি দেওয়া হয়, এবং তিনি আরো বলেন উক্ত মাফ জরিপের নকশা তৈরি করা আছে, যেখানে স্পষ্টভাবে এই সম্পত্তি আমার স্বামী আব্দুল মালেকের এই মর্মে আমাকে দেওয়া হয়েছে এবং উক্ত কাগজে বাড়ির সকলের সহি স্বাক্ষর করা আছে, এবং এই সম্পত্তির পরিবর্তে উক্ত নুরুল ইসলামদেরকে বাড়ির অন্যপাশে দখল দেওয়া হয়, এবং তিনি আরো জানান এই ফ্লটে প্রায় পাঁচিশ গাছসহ দুটি কাঁঠাল গাছ ছিল, দুটি জাম্বুরা গাছ ছিল, চারটি নারকেল গাছ ছিল, এবং বিভিন্ন ধরনের মেহাগুলি, আম, সুপারি, ইত্যাদি রকমের কাঠ গাছ ছিল,প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়, তিনি বলেন আমরা বাড়িতে কেউ থাকি না বিদায় উনারা জোরপূর্বক আমাদের এই সম্পত্তি দখল করে নিয়েছেন ।
ঘটনাস্থলে বাড়ির অন্য একজন অংশীদার জনাব মোঃ মৃত আব্দুল মান্নান এর পুত্র জনাব মোঃ রব (৭০) উপস্থিত হন, উনাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন এই ভূমি প্রায় ১২ থেকে ১৩ বছর পূর্বে বাড়ির সকল অংশীদারগণ সহ একত্রিত হইয়া বাড়ি মাপ জরিপ করিয়া মৃত আব্দুল মালেক কে এওয়াজ বদল এর বিনিময় এই সম্পত্তি দেওয়া হয়, এই বিষয়টা বাড়ির সকলে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়টা নিয়ে অবগত রয়েছেন। তিনি আরো বলেন এখন বর্তমানে জনাব নুরুল ইসলাম গং টাকা এবং শক্তির জোরে এই ভূমি জোর দখল করে নিতেছেন । বিভিন্নভাবে হুমকি ধামকে দিচ্ছেন। এ ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসক ও ফরিদগঞ্জ থানার প্রশাসকদের সুদৃষ্টি কামনা করছি। এবং বৈধ জায়গার মালিককে তার জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে পরবর্তী নিউজ আসতেছে এর পরের পর্বে।
Leave a Reply