শিরোনাম :
কসবা–আখাউড়া আসনে বিএনপির হাল ধরলেন মশিউর রহমান কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

ওসি তদন্তের অদ্ভুত তদন্ত থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মোতালেব এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ওসি তদন্ত গত ৪ এপ্রিল দুপুর ১১:৫৯ মিনিটে তার সরকারি whatsapp নাম্বার থেকে সাংবাদিক রাজীব আলীকে হুমকি দিয়ে বলেন, তোর বিরুদ্ধে মামলা আছে। তোকে থানায় ধরে নিয়ে এসে মেরে ফেলবো। সাংবাদিক রাজীব আলী দৈনিক মুক্তসকাল দৈনিক প্রতিদিনের কাগজ সহ একাধিক পত্রিকায় কর্মরত আছেন। রাজশাহী অনলাইন প্রেসক্লাব সহ একাধিক সাংবাদিক সংগঠনের সাথে জড়িত আছেন।

তার এই হুমকি প্রদানের ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুরো পরিবার এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। এ অবস্থায় সাংবাদিকের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার আর এমপি কমিশনার এর কাছে ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে একটি অভিযোগপত্র দায়ের করেছেন।

অভিযোগ পত্রে বলা হয়, তার ছেলের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ আগষ্টে করা মামলায় তার ছেলেকে ১০০ নাম্বার আসামি করা হয়েছে। যে ঘটনার কারণে মামলা দায়ের করা হয়েছে ওই ঘটনার সাথে আমার ছেলের ন্যূনতম সম্পর্ক নেই। মামলা বাণিজ্য করার উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করে তার ছেলেকে আসামি করা হয়। মামলার বাদী তার ছেলেকে চেনে না। মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। মামলাটি তদন্তের জন্য বোয়ালিয়ার থানার ওসি তদন্ত whatsapp নাম্বারে তার ছেলেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেয়।

মাসুদ রানা সরকার অভিযোগপত্রে আরও বলেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই হুমকি প্রদান করেছেন।

এ বিষয়ে ওসি তদন্ত মোতালেব বলেন, মামলার তদন্তের সাপেক্ষে ফোন করা হয়েছে।

এ বিষয়ে আরএমপি মিডিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে যোগাযোগ চেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, আশির দশকে বোয়ালিয়া থানায় সাত্তার ও নাজমুল নামের দুইজন দারোগা প্রায়ই আসামিদের থানায় ধরে নিয়ে এসে ব্যাপক নির্যাতন চালাতেন। ওই নির্যাতনে রাজশাহী নগরের কালুসহ দুইজন থানা হেফাজতে মৃত্যুবরণ করেছিলেন। ওই হত্যাকাণ্ডের পর রাজশাহী শহরে পুলিশের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। ১৯৯২ সালের ১লা জুলাই আরএমপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বলে থানার বিরুদ্ধে নির্যাতনের এমন কোন অভিযোগ ওঠেনি।

ওসি তদন্ত মোতালেবের হুমকি প্রদানের ঘটনায় রাজশাহী মহানগর বাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষা সৈনিক পরিবারের সন্তান সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান এর হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্যোগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন এই ওসি তদন্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। বিবৃতিতে দলমত নির্বিশেষে এই হুমকি প্রদানের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। এ ব্যাপারে পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com